জাতীয়

তুরাগে বালুরমাঠ বস্তিতে আগুন

রাজধানীর তুরাগের বালুরমাঠ বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। উত্তরা ১০ নম্বর সেক্টরের মোস্তফা মেম্বারের বস্তিতে এ আগুন লেগেছে। 

বুধবার (২১) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশন অফিসার মোহাম্মদ হানিফ এ তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ হানিফ রাইজিংবিডিকে বলেন, ১২ টা ২ মিনিটে আমরা আগুনের খবর পাই । ফায়ার সার্ভিসের উত্তরা এবং টঙ্গী স্টেশন মিলে ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিলাম। আমাদের বড় সাফল্য যে এখানে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আমরা চতুর্মুখী প্রচেষ্টায় আশপাশের পাঁচ শতাধিক ঘরবাড়ি আগুন থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি।

প্রত্যক্ষদর্শিরা জানান, বিশাল আগুনের কুণ্ডলি পুরো বস্তি এলাকায় ছেয়ে গেছে। প্রাণ ও জানমাল রক্ষায় এলাকার লোকজন ছুটোছুটি  করছে। আশপাশ থেকে লোকজন আগুন নেভাতে ছুটে এসেছেন। মোস্তফা মেম্বারের এই বস্তিতে ২০০ থেকে ২৫০টির মতো ছোট ছোট ঘর রয়েছে।