জাতীয়

রাজউকের নতুন চেয়ারম্যান আমিন উল্লাহ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এ বি এম আমিন উল্লাহ নুরীকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাছাড়া তিন অধিদপ্তরে নতুন মহাপরিচালক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

রাজউকের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব সাঈদ হাসান শিকদারকে বৃহস্পতিবার পরিকল্পনা বিভাগে বদলি করার পর শুক্রবার অতিরিক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীকে রাজউকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তিন অধিদপ্তরে নতুন মহাপরিচালক: পৃথক আদেশে পরিবেশ অধিদপ্তর, শ্রম অধিদপ্তর ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আশরাফ উদ্দিনকে পরিবেশ অধিদপ্তরে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১০ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব গৌতম কুমারকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। এছাড়া, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকীকে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক করেছে সরকার।