জাতীয়

মার্কেট খুললেও প্রথমদিনে ক্রেতাদের উপস্থিতি কম

করোনার কারণে ১১ দিন বন্ধ রাখার পর রোববার (২৫ এপ্রিল) থেকে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তবে প্রথম দিন মার্কেটে ক্রেতাদের উপস্থিতি রয়েছে কম। 

কঠোর স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যবসা পরিচালনা করা যাবে বলে সরকারি নির্দেশনায় বলা হয়েছে। সেই মোতাবেক রাজধানীসহ সারাদেশের সব ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে বলে জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

রোববার সকাল থেকে রাজধানীর ইস্টার্ন মল্লিকা, গাউছিয়া, চিশতিয়া, চাঁদনীচক, নিউমার্কেট ঘুরে এবং দোকানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১১ দিন পর মার্কেট খুললেও ক্রেতাদের  তেমন আনাগোনা নেই। রোজা, প্রচণ্ড গরম, গণপরিবহন বন্ধের কারণে লোকজনের উপস্থিতি কম বলে জানান দোকানীরা।

গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মো. কামরুল হাসান বাবু বলেন, ‘আজ মাত্র মার্কেট খুলেছে। আশা করছি, গাড়ি চালু হলে ক্রেতাদের উপস্থিতি বাড়বে। অবশ্য কম ক্রেতা থাকলেই ভালো। স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করা যাবে।’

তিনি বলেন, ‘মার্কেটে আগত সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য বারবার মাইকিং করে বলা হচ্ছে। এর আগে সব ব্যবসায়ীকে নোটিশও দেওয়া হয়েছে। আমরা সমিতির পক্ষ থেকে ফিজিক্যালি মনিটরিংও করছি।’

মার্কেটে ক্রেতাদের উপস্থিতি ও দোকানীদের স্বাস্থ্যবিধি মানা প্রসঙ্গে চিশতিয়া মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেইন বলেন, ‘আশা করছি, রোজার বাকী দিনগুলোতে ক্রেতা সমাগম হবে। ব‌্যবসায়ীরা তাদের লক্ষ‌্যমাত্রা অনুযায়ী ব্যবসা করতে পারবেন। সবাই যাতে স্বাস্থ্যবিধি মানেন, মাস্ক পরেন, সেজন্য আমরা কঠিন নজরদারী করছি।’

পাইকারি রেডিমেট জামা কাপড়ের প্রতিষ্ঠান সনেট গার্মেন্টসের ম্যানেজার মো. জাহাঙ্গীর বলেন, ‘গত বছর রমজানে মার্কেট বন্ধ ছিল। এবছরও ১১ দিন বন্ধের পর খুলেছে। আমাদের সব পাইকারি ব্যবসা। কখন গাড়ি চলবে, সারাদেশ থেকে ব্যবসায়ীরা আসবে, জামা কাপড় কিনবে, কখন তারা বিক্রি করবে? সেই অপেক্ষায় আছি। অফিস, ব্যাংক সব খোলা, কেবল মার্কেট বন্ধ রেখে কি আর করোনা সংক্রমণ কমানো যাবে? আমাদের ভবিষ্যৎ একদম অনিশ্চিত হয়ে গেলো।’ 

আপনজন জরি হাউজের মালিক পাইকারি ব্যবসায়ী মো. মমিন উল্লাহ বলেন, ‘আমাদের মূল ব্যবসা পয়লা বৈশাখ থেকে রোজার প্রথম দশ দিন পর্যন্ত। গতবারের মতো কোনোটাই এবারও পাইনি। আমাদের ব্যবসা একদম শেষ, আমরা নিঃস্ব হয়ে গেলাম।’

খুচরা ব্যবসা প্রতিষ্ঠান বেলায়েত ট্রেড ইন্টারন্যাশনালের মো. রুবেল বলেন, ‘আমাদের ব্যবসা হচ্ছে চুমকি, পুঁতি, পাথর, লেইস এসবের। মার্কেট খুলেছে, আশা করছি বাকি দিনে আমাদের ব্যবসা ভালো হবে।’