জাতীয়

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভাতা বিতরণ কার্যক্রম জরুরি সেবার আওতায়

চলমান লকডাউনের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন ভাতা (বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রভৃতি) বিতরণ কার্যক্রম জরুরি সেবার আওতাভুক্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবা ও ভাতা বিতরণ কার্যক্রম জরুরি সেবার আওতাভুক্ত করে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, লকডাউনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবা (বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তিসমুহ জিটুপি পদ্ধতিতে সরাসরি উপকারভোগীদের কাছে পাঠানো ইত্যাদি) স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অব্যাহত রাখা প্রয়োজন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলো।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল এ বিষয়ে ব্যবস্থা নিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হয়।