জাতীয়

আবারও বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সে দেশের সরকার।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিবৃতি দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জানিয়েছে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৪ দিনে বাংলাদেশে অবস্থান করেছে বা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেছে, এমন ভ্রমণকারীদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশ জারি করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ নির্বাহী আদেশে সই করেছেন।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ ও ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে রোববার ভারত থেকে ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ মাসেই যুক্তরাজ্য এবং ওমান বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের নিজ নিজ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া, বাংলাদেশসহ ছয় দেশের যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নির্দেশ দিয়েছিল কাতার সরকার।

প্রসঙ্গত, গত বছর করোনা সংক্রমণের প্রথম ঢেউ চলার সময়েও বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের ওপর ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।