জাতীয়

অসহায় মানুষদের পাশে ‘স্টেপ এহেড বাংলাদেশ’

করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ‌্য ও স্বাস্থ‌্যসুরক্ষা সামগ্রী এবং অর্থ সহায়তা দিয়েছে শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ এহেড বাংলাদেশ।

শনিবার (৮ মে) রাজধানীর উত্তরায় এপিবিএন মাঠে প্রায় ১০০ মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সেমাই, চিনি, মাস্ক, সাবান, ওয়াশিং পাউডার ইত্যাদি বিতরণ করে ওই সংগঠনের সদস‌্যরা।

স্বাস্থ‌্যবিধি মেনে খাদ‌্য ও সুরক্ষা সামগ্রী প্যাকেটে ভরা থেকে শুরু করে বিতরণ পর্যন্ত সবকিছুই করেছে সংগঠনের ১০-১৫ বছর বয়সী শিশু-কিশোররা।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে। এতে অনেক প্রাণহানি ঘটছে। এর ধাক্কা লেগেছে অর্থনীতিতেও। অনেক মানুষ করোনার কারণে কর্মহীন হয়ে পড়েছেন। অসহায় মানুষের সংখ্যা বাড়ছে। এসব মানুষের পাশে দাঁড়িয়েছে স্টেপ এহেড বাংলাদেশ। প্রতিষ্ঠালগ্ন থেকে মানবতার সেবায় কাজ করছে সংগঠনটি।