জাতীয়

চীনের উপহারের টিকা আসছে ১২ মে

চীনের উপহারের ৫ লাখ করোনার টিকা আগামী ১২ মে দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

সোমবার (১০ মে) করোনা মহামারিতে বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব সদস্যদের সঙ্গে এক ভার্চুয়াল  অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে ৫ লাখ টিকা ১২ মে আসবে। চীন ২০০ মিলিয়ন টিকা বিশ্বের ৮০ দেশে বিতরণ করেছে। এতেই প্রমাণিত হয় বিশ্বে টিকা প্রদানে চীন নেতৃত্ব দিচ্ছে।’ 

চীনের রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিতে দেরি করায় চীনের টিকা কেনায় লম্বা সিরিয়ালে পড়েছে।

তিনি বলেন, ‘জি টু জি কিংবা বাণিজ্যিকভাবে চীন বাংলাদেশে টিকা দিতে প্রস্তুত। কিন্তু শুধু সিনোফার্ম কোম্পানিকে বাংলাদেশ সরকার জরুরি অনুমতি দেওয়ায় জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিতে দেরি না করলে আরও আগেই চীনের টিকা পেতে পারত।’