জাতীয়

কমলাপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

দ্বিতীয় দিনের মতো বেতন-বোনাসের দাবিতে রাজধানীর কমলাপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। 

মঙ্গলবার (১১ মে) দুপুরে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত রাইজিংবিডিকে বলেন, ‘শ্রমিকদের যেন বেতন-বোনাস দেওয়া হয় সেজন‌্য মালিকপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করে বলেন, ‘সোমবার (১০ মে) আমাদের এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ না দিয়ে চলে গেছে। এখন আমরা কোথায় যাবো?’ 

আফরোজা বেগম নামে এক শ্রমিক বলেন, ‘সারা বছর কাজ করি। এই সময়ে বেতন-বোনাস দেবে। গ্রামের বাড়ি যাব। কিন্তু মালিকপক্ষ বেতন বোনাস দিচ্ছে না। অফিসেও আসছে না।’

এর আগে একই দাবিতে সোমবার (১০ মে) দুপুরে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে মালিকপক্ষের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার বেতন বোনাস দেওয়ার কথা জানায় তারা। তবে আজও তাদের বেতন-বোনাস দেওয়া হয়নি।