জাতীয়

‘দুই টাকার বিষ কিইনা দেন, খাইয়া মইরা যাই’ 

‘সব কিছু চলতাছে। শুধু দূরপাল্লার বাস চলে না। আমাদের বউ বাচ্চা নিয়ে খাইয়া না খাইয়া আছি। এখন কীভাবে চলবো বুঝতাছি না। কেউ আমাগো দুই টাকার বিষ কিইনা দেন, আমরা খাইয়া মরি। এছাড়া আর কোনো উপায় নেই।’

বৃহস্পতিবার (১৩ মে) দূরপাল্লার তিসা পরবহনের বাসচালক মোহাম্মদ মাহাবুব হোসেন এসব কথা বলেন।  

মহামারি করোনা সংক্রামণ রোধে ১ মাসের বেশি দেশের দূরপাল্লার গণপরিবহন বন্ধ রেখেছে সরকার। ফলে পরিবহন সেক্টরের কয়েক লাখ শ্রমিক মানবেতর জীবন-যাপন করছেন। ঈদের আগে পরিবহন শ্রমিকরা সরকারের কাছে সাহায্য চেয়েছেন।

গাবতলীর আমিনবাজার থেকে বাস চালক মোহাম্মদ মাহাবুব হোসেন বলেন, ‘নির্দেশনা অমান্য করে বাস চলাচল করলে পুলিশ রাস্তায় ধরে। কিন্তু কি করমু? পেটে ভাত নেই, তাই নিরূপায় হয়ে রাস্তায় বাস নামিয়েছি।’ 

যাত্রী নিয়ে কোন পর্যন্ত যাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে পর্যন্ত পুলিশ আমাদের যাইতে দিবো সেই পর্যন্ত যামু। যদি যমুনার ওপারে যেতে দেয় তাহলে নাটোর পর্যন্ত যামু।’ 

মাহাবুব হোসেন আরও বলেন, ‘আমরা দেড় মাস বইসা আছি। আমরাতো দিনমজুর মানুষ। গাড়ি চালাইয়া কইরা খাই। একটা ট্রিপ দিলে পাই হাজার টাকা। দেড় মাস ধইরা বইসা। এহন কেমন কাইরা সংসারটা চালামু বুঝতেছি না।’  

গাবতলী থেকে পরিবহন শ্রমিকরা জানান, সরকার বা মালিক পক্ষ থেকে কোনো সাহায্য দেওয়া হয়নি।

তারা বলেন, ‘কাল ঈদ। ঈদের জন‌্য হলেও আমাদের কিছু সাহায‌্য করা হোক।’