জাতীয়

ফাঁকা ঢাকায় সতর্ক পুলিশ

টানা এক মাস রোজার পর সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। সরকারি বিধিনিষেধ থাকা সত্বেও অনেকে গ্রামের বাড়িতে গেছেন ঈদ করতে। এতে ফাঁকা হয়ে গেছে চিরচেনা ঢাকা। তবে ফাঁকা ঢাকায় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র‌্যাবসহ সরকারের গোয়েন্দা সংস্থাগুলো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘করোনার জন্য সবাইকে যার যার ঘরে থাকার অনুরোধ করা হয়। কিন্তু তারপরও নানাভাবে মানুষ ঈদকে সামনে রেখে গ্রামের বাড়িতে গেছেন। এই সময় ফাঁকা হয়ে গেছে রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলি। এ সময়ে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে জন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

রাজধানীর বিভিন্ন থানার ওসিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন বাসাবাড়ি অধিকাংশই খালি, মানুষ চলাচল কম, যা ঈদ পরবর্তী আরও কয়েকদিন অব্যাহত থাকবে। এ সময় গ্রিলকাটা ছদ্দবেশী এবং পেশাদার চোর-ডাকাতের দল মাদকাসক্তরা মিলে চুরি-ডাকাতি কিংবা অপ্রীতিকর ঘটনার চেষ্টা করে। তা প্রতিরোধে এলাকাভিত্তিক প্রতিটি বাড়ির খোঁজ-খবর নেওয়া হচ্ছে। নিরাপত্তা প্রহরীদের পুলিশের মোবাইল নম্বর দেওয়া হয়েছে। কোনো সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা দেখলেই যেন পুলিশকে জানানো হয়।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘ঈদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো পুলিশ সদস্যকে ছুটি দেওয়া হয়নি। একই সঙ্গে ১১ পুলিশ সদস‌্যকে পুরো থানা এলাকায় সার্বক্ষণিক পাহারায় রাখা হয়েছে। শুধু এলাকার অলিগলি নয়, প্রধান সড়কেও একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত বলেন, ‘আমার এলাকায় সরকারি-বেসরকারি অফিসসহ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। এলাকার বিভিন্ন ভবনে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি) সচল রাখা হয়েছে। পাশাপাশি টহল পুলিশ জোরদার রয়েছে।’ পুলিশের সঙ্গে আলাপে জানা গেছে, ঢাকার ৫০টি থানা এলাকার পাড়া-মহল্লা অলিগলিতে পোশাক পরিহিত পুলিশের সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করছেন। প্রধান সড়কগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা নজরদারি করছে পুলিশ।   পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা জানান, ঢাকার মতো সারাদেশের বিশেষ করে জেলা শহর, সিটি করপোরেশন এলাকা, উপজেলায় থানা পর্যায়ে নিরাপত্তা জোরদার ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন আছে।  এদিকে বেসরকারি মোবাইল কোম্পানি অপারেটরদের এক পরিসংখ্যান বলছে, ঈদের ছুটিতে রাজধানী থেকে ৬৫ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। তবে এর বাইরে আরও অনেকেই ঢাকা ছাড়েন বলে জানা গেছে।

র‌্যাবের লিগাল অ‌্যান্ড মিডিয়া পরিচালক খন্দকার আলী মঈন রাইজিংবিডিকে বলেন, ‘ঈদ নিরাপত্তায় পরিকল্পিতভাবে মাঠে কাজ করছে র‌্যাব। সঙ্ঘবদ্ধ অপরাধী কিংবা চিহ্নিত গোষ্ঠীর আইনশৃংখলা পরিস্থিরি অবনতি ঘটানোর সুযোগ নেই।’