জাতীয়

রোববার জামিন মিলবে, আশায় রোজিনার পরিবার

সরকারি নথি সরানোর অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগরে থাকা প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের বিষয়ে আদেশের জন্য আগামী রোববার ধার্য করেছেন আদালত। ওইদিন রোজিনা জামিন পাবেন এই আশায় আছেন তার পরিবার।

বৃহস্পতিবার (২০ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চুয়াল আদালত রোজিনা ইসলামের জামিনের বিষয়ে আদেশের দিন আগামী রোববার ধার্য করেন। আদালতের এ আদেশের পর রোজিনা ইসলামের ভাই মো. সেলিম সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ন্যায়বিচারের আশায় আছি। আশা করছি, রোববার বোনের জামিন হবে। আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে।  আশা করছি, আদালত তাকে জামিন দিবেন।

এদিকে, রোজিনা ইসলামের জামিন শুনানি হবে এজন্য সকাল সকালেই আদালতে হাজির হন তার স্বামী, ভাই, বোনসহ আত্মীয়-স্বজন।