জাতীয়

করোনায় ক্ষতিগ্রস্ত আরও ২০০ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা

করোনায় ক্ষতিগ্রস্ত আরও ২০০ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিয়েছে সরকার।

সোমবার (২৪ মে) রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। প্রত্যেক অসহায় ক্রীড়াবিদকে ৭ হাজার টাকার চেক দেওয়া হয়।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা দুর্যোগের শুরু থেকেই আমরা ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকদের আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করছি। ইতোমধ্যে আমরা ৫ হাজারের বেশি ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিয়েছি। আজ আমরা করোনায় ক্ষতিগ্রস্ত আরও ২০০ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিয়েছি। আমরা বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, ক্রীড়াবিদ ও ক্রীড়া সাংবাদিক সংগঠনের মধ্যে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীও বিতরণ করেছি। ৮টি বিভাগীয় ও ৬৪টি জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে প্রায় সোয়া ২ কোটি টাকার চেক বিতরণ করেছি।’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।