জাতীয়

‘বাংলাদেশে ইয়াস আঘাত হানার আশঙ্কা নেই’ 

ঘূর্ণিঝড় ইয়াস উড়িষ্যায় আঘাত হানায় বড় ক্ষতির হাত থেকে বাংলাদেশ রেহাই পেয়েছে বলে মন্তব‌্য করেছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি বলেন, ‘বর্তমান যে অবস্থা, তাতে বাংলাদেশে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত হানার কোনো আশঙ্কা নেই।’

 বুধবার (২৫ মে) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সার্বিক ঘূর্ণিঝড় পরিস্থিতি’ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ডা. এনামুর রহমান বলেন, ‘ইয়াসের কারণে দেশের উপকূলে প্রভাব পড়ছে। এই ঝড়ের প্রভাবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এরইমধ্যে অনেক বাঁধ ভেঙে গেছে। যেসব এলাকায় জোয়ারের  পানিতে বাধ ভেঙে গেছে, সেখানে পুনরায় বাঁধ নির্মাণ করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা  ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় সরকারের সার্বিক প্রস্তুতি হিসেবে আমরা গত কয়েকদিন যাবত নিরলসভাবে কাজ করেছি। উপকূলীয় জেলা, উপজেলাগুলোয় ঘূর্ণিঝড়ের তথ্য আদান-প্রদানে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে । দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এনডিআরসিসি ঘূর্ণিঝড়ের তথ্য সংগ্রহ ও আদান-প্রদানে সার্বক্ষণিক কাজ করেছে।’ 

এদিকে,  ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় উপকূলীয় ৯টি জেলার ২৭টি উপজেলায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে  ১৬ হাজার ৫০০  শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।