জাতীয়

প্রান্তিক কৃষকের কাছে প্রণোদনার সুফল পৌঁছাতে হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘সরকারের যুগোপযোগী পরিকল্পনার কারণেই কৃষক ফসলের নায্যমূল্য পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের জন্য বিভিন্ন প্রণোদনা দিচ্ছেন। প্রান্তিক কৃষকের কাছে এ প্রণোদনার সুফল পৌঁছাতে হবে।’

শুক্রবার (৪ জুন) এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ সিএসডিতে নির্মিত অফিস ভবন উদ্বোধন এবং ধান-চাল সংগ্রহ অভিযান নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

খাদ‌্যমন্ত্রী জানান, দেশে এবছর পর্যাপ্ত ফসল উৎপাদন হয়েছে। খাদ্যশষ্য মজুদ প্রায় ১০ লাখ মেট্রিক টন।

ফসলের নায্যমূল্য নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ দেন খাদ‌্যমন্ত্রী।

তিনি বলেন, ‘সরকার দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। অসাধু চক্র খাদ্যশষ্য মজুদের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, জেলা প্রসাশক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদের প্রসাশক ইউসুফ খান পাঠান ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।