জাতীয়

চীনের উপহারের আরও ছয় লাখ টিকা আসছে ১৩ জুন

চীন সরকারের উপহারের করোনা টিকার আরও ৬ লাখ ডোজ বাংলাদেশে আসছে। আগামী ১৩ জুন চীন থেকে দ্বিতীয় দফার উপহারের টিকা ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। 

শনিবার (৫ জুন) ঢাকার চীনা দূতাবাসের উপকমিশনার হাওলাং ইয়ান ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানান।

সেখানে তিনি জানান, চীন সরকারের উপহারের ছয় লাখ টিকা বাংলাদেশকে ১৩ জুনের মধ্যে পৌঁছে দিতে প্রস্তুতি চলছে।

গত ২১ মে বাংলাদেশকে করোনা প্রতিরোধী এই ছয় লাখ টিকা উপহার দেওয়ার ঘোষণা দেয় চীন। তার আগে আরেক ঘোষণায় পাঁচ লাখ টিকা দেওয়ার কথা জানায় চীন। ১২ মে উপহারের সেই পাঁচ লাখ টিকা দেশে এসে পৌঁছায়।

আগামী ১৩ জুন এই ছয় লাখ টিকা আসার পর চীন সরকারের ঘোষণা দেওয়া আরও ১১ লাখ উপহারের টিকা আসার কথা রয়েছে।

এদিকে, ভারতের সিরাম থেকে কেনা টিকা না পেয়ে চীন, রাশিয়া থেকে টিকা কিনতে যোগাযোগ করে বাংলাদেশ। ২৭ মে চীনের কাছ থেকে দেড় কোটি টিকা কেনার প্রস্তাব অনুমোদন দেয় ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। 

এ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আকতার বলেন, ‘চীন থেকে প্রতি চালানে ৫০ লাখ করে তিন ধাপে দেড় কোটি ডোজ করোনার টিকা কেনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এক ডোজ টিকা ১০ ডলার ধরে হিসাব করলে দেড় কোটি ডোজ আনতে সরকারের খরচ হবে ১ হাজার ২৬৭ কোটি টাকা। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ টিকা কেনা হবে।’