জাতীয়

‘পরিবেশ ধ্বংস করে উন্নয়ন করলে তা টেকসই হবে না’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘পরিবেশ ধ্বংস এবং পৃথিবীর ভারসাম্য নষ্ট করে উন্নয়ন করলে, সে উন্নয়ন টেকসই হবে না। টেকসই উন্নয়নের জন্য অবশ্যই পরিবেশ ও প্রতিবেশকে প্রাধান্য দিতে হবে।’

শনিবার (৫ জুন) রাতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত 'টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ও স্থপতি' শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগর পরিকল্পনাবিদ, স্থপতিসহ সভায় অংশ নেওয়া সংশ্লিষ্ট সবার উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে আবাসিক এলাকাগুলোতে এমন কোনো ভবন করতে দেওয়া যাবে না, যার পাশে রাস্তা থাকবে না; খোলা জায়গা, ড্রেনেজ ব্যবস্থাপনা ও সেপটিক ট্যাংক থাকবে না; আশপাশে স্কুল, খেলার মাঠ এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা থাকবে না।’

তাজুল ইসলাম বলেন, ‘শহরের সব সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দিতে সরকার গ্রামকে শহর বানানোর যে উদ্যোগ নিয়েছে, রাজধানী ঢাকাসহ বড় বড় শহরের পরিবেশের বর্তমান অবস্থা দেখলে গ্রামের মানুষ এমন শহর কখনোই চাইবে না। গ্রামকে এমনভাবে শহরে রূপান্তর করতে হবে, যাতে গ্রামের বৈচিত্র‌্য নষ্ট না হয়। গ্রামের নির্মল বাতাসের পরিবর্তে কার্বন-ডাই-অক্সাইড, কার্বন-মনোঅক্সাইড, সালফার, ক্রোমিয়াম ও ক্যাডমিয়ামযুক্ত বাতাস যাতে মানুষকে নিতে না হয়।’

তিনি আরও বলেন, ‘শহরের সব সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দিতে হলে ক্লাস্টার পদ্ধতিতে করতে হবে। এ পদ্ধতি ছাড়া শহরের সব নাগরিক সুযোগ-সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া কঠিন হয়ে যাবে, বাসযোগ্য করে গড়ে তোলা সম্ভব হবে না।’

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব।