জাতীয়

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সবাই সহায়তা পাবেন: ডিএনসিসি মেয়র

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর সাততলা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত কেউ অভুক্ত থাকবে না। তাদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য নগদ ৫ হাজার করে টাকা, ঢেউটিন ও ২ হাজার টাকার শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (৭ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাততলা বস্তি পরিদর্শনকালে তিনি এ সহায়তার আশ্বাস দেন। এ সময় ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তরের মেয়র বলেন, ‘বস্তিবাসীরা আমাদের অবিচ্ছেদ্য অংশ। তাদের উচ্ছেদ নয়, পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক কাজ করা হচ্ছে।’

উল্লেখ্য, সোমবার ভোর ৪টার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই বস্তির দুই শতাধিক ঘর পুড়ে যায়।