জাতীয়

কল্পনা চাকমার অপহরণের দ্রুত বিচার দাবি

কল্পনা চাকমার অপহরণের দ্রুত বিচারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

শনিবার (১২ জুন) সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক শম্পা বসু এক যুক্ত বিবৃতিতে কল্পনা চাকমা অপহরণের বিচার দাবি করেন।

হিল উইমেন্স ফেডারেশনের তৎকলীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১২ জুন মধ্যরাতে রাঙামাটির নিউলাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হন। ২৫ বছরেও অপহরণের তদন্ত কাজই শেষ হয়নি। গ্রেপ্তার হয়নি অপরাধী। বরং কল্পনা চাকমার অপহরণকারীরা এখনো বহাল তবিয়তে রয়ে গেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘আজ কল্পনা চাকমা অপহরণের ২৫ বছর। ২৫ বছরে কল্পনা চাকমা হত্যার সুষ্ঠু বিচার না হওয়া রাষ্ট্রের ব্যর্থতা। এর দায় রাষ্ট্রকেই নিতে হবে। কল্পনা চাকমা অপহরণ বিচারহীনতার একটি জলজ্যান্ত উদাহরণ।’

আর অন্যদিকে যারা বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলন করছেন কল্পনা চাকমা তাদের কাছে সংগ্রামের প্রতীক।