জাতীয়

দেশে অবস্থানরত চীনা নাগরিকরা পাবেন ৩০ হাজার টিকা

বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকরা করোনার টিকা পেতে যাচ্ছেন। দেশে বিভিন্ন প্রকল্পে কাজ করছেন ১৫ হাজার চীনা নাগরিক। দেশটির শর্ত অনুযায়ী, তাদের ৩০ হাজার সিনোফার্ম টিকা দেওয়ার হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশকে দেওয়া উপহারের টিকায় চীন সরকারের পক্ষ থেকে একটি শর্ত দেওয়া আছে। বাংলাদেশে যেসব চীনা নাগরিক বিভিন্ন প্রকল্পে কাজ করছেন, তাদের চীনা টিকা দিতে বলেছেন তারা। 

বাংলাদেশে অবস্থানরত ১৫ হাজার চীনা নাগরিককে ৩০ হাজার সিনোফার্ম টিকা দেওয়ার জন্য শর্ত দেওয়া হয়েছে। সে অনুযায়ী চীনা নাগরিকরা টিকা পাচ্ছেন। করোনা প্রতিরোধে বন্ধুপ্রতিম দেশ হিসেবে চীন বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে। 

প্রথম দফায় বাংলাদেশ সরকারকে গত ১২ মে ৫ লাখ সিনোফার্ম টিকা উপহার দেয় চীন।  এরপর দ্বিতীয় দফায় ১৩ জুন আরও ৬ লাখ সিনোফার্ম টিকা উপহার দেয়। এছাড়া চীনা টিকার সঙ্গে বেশকিছু মেডিক্যাল সামগ্রী ঢাকায় এসেছে।  চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগকে এসব মেডিক্যাল সামগ্রী উপহার দেওয়া হয়।