বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) রিজিয়ন কমান্ডারস এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ফ্রন্টিয়ার আইজি পর্যায়ে তিন দিনব্যাপী সীমান্ত সমন্বয় সম্মেলন বৃহস্পতিবার (২৪ জুন) শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) বিজিবি সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবির রিজিয়ন কমান্ডরস (রংপুর ও যশোর) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ফ্রন্টিয়ার ইন্সপেক্টরস জেনারেল (সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল ও গৌহাটী ফ্রন্টিয়ার) পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলন বিজিবির রংপুর রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে ২২ জুন শুরু হয়।
ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, রংপুরের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেয়। অপরদিকে, বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অশ্বিনী কুমার সিংয়ের নেতৃত্বে ৮ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেয়। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊধ্বর্তন কর্মকর্তা ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।
সম্মেলনের শুরুতে বিজিবির প্রতিনিধিদলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে সীমান্ত সংক্রান্ত সব সমস্যা সমাধানে উভয় বাহিনীর সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন। বিএসএফ প্রতিনিধিদলের প্রধানও একই কথার পুনরাবৃত্তি করে সীমান্ত সমস্যা সমাধান ও সম্পর্ক উন্নয়নে এ ধরনের সীমান্ত সম্মেলনের প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরেন।
পরবর্তী সময়ে সম্মেলনের আলোচ্যসূচি অনুযায়ী সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা ও চোরাচালান রোধ এবং বিএসএফ ও ভারতীয় নাগরিকদের সীমান্ত লঙ্ঘনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বিরাজমান পারস্পরিক সৌহার্দপূণ সম্পর্ক বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির জন্য আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।