জাতীয়

যে কারণে মগবাজারে বিস্ফোরণ 

মগবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণের পর থেকে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস‌্যরা।

এ বিষয়ে বিষ্ফোরক অধিদপ্তরের প্রধান পরিদর্শক আবুল কালাম আজাদ বলেছেন, ‘ঘটনাস্থলে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে। বিভিন্ন ধরনের গ‌্যাস জমে এই বিস্ফোরণ হতে পারে। এটা কোনো সাধারণ বিস্ফোরণ নয়। শুধু গ্যাস লিকেজ থেকে এতো বড় বিস্ফোরণ অস্বাভাবিক।’ 

সোমবার (২৮ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

অন্যদিকে, আজ দুপুরে মগবাজার ওয়ারলেস গেটে বিস্ফোরিত এলাকা পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বিস্ফোরিত এলাকায় মিথাইল গ্যাসের গন্ধ পাওয়া গেছে।’

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের শো-রুম লাগোয়া ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছে।