জাতীয়

শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে: ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণের ৭৫টি ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ‌্য জানান।

ডিএসসিসির মেয়র বলেন, ‘আমাদের ৭৫টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ ও স্থানান্তরে সক্ষম হয়েছি। আজ যেসব স্থানে কোরবানি হবে, সেখানকার বর্জ্য দ্রুত অপসারণ করা হবে।’

উল্লেখ‌্য, ঈদের দিন সকাল থেকেই কোরবানির বর্জ‌্য অপসারণ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।