জাতীয়

লকডাউন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা

কঠোর  বিধিনিষেধ শুরুর প্রথমদিন শুক্রবার (২৩ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ, শনিরআখড়া, সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকা ফাঁকা দেখা গেছে।

এসব এলাকার সড়কে রিকশা চললেও জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া কোনও গাড়ি চলাচল করতে দেখা যায়নি।  সড়কের  প্রতিটি সড়কের মোড়ে চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে।  সড়কের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। বিধিনিষেধ অমান্য করে যারা সড়কে যানবাহন চালাচ্ছেন তাদের জবাব দিতে হচ্ছে। সড়কে বের হওয়া গুরুত্বপূর্ণ না হলে পুলিশ মামলা ও জরিমানা করছে।

ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক  মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম রায়েরবাগ বাস স্ট্যান্ড দায়িত্ব পালন করছিলেন। তিনি বলেন, কঠোর বিধিনিষেধের প্রথমদিন  ভোর ৬টা থেকে বাসসহ বিভিন্ন গাড়ি চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। সরকারের এই বিধিনিষেধ বাস্তবায়নের জন্য  মোবাইল কোর্ট সড়কে দায়িত্বপালন করছে। শুক্রবার হওয়ায় সড়কে মানুষের উপস্থিতি কম। যারা জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

করোনা সংক্রমণ মোকাবিলায়  ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে এই কঠোর বিধিনিষেধ চলবে।