জাতীয়

পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি 

নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর পিলারের সঙ্গে ফেরি শাহজালালের সংঘর্ষের ঘটনা তদন্তে চার সদস‍্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি।

কমিটিকে তিন দিনের মধ‍্যে বিআইডব্লিউটিসির চেয়ারম‍্যানের নিকট রিপোর্ট দিতে বলা হয়েছে।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ‍্য) এস এম আশিকুজ্জামান কমিটির আহ্বায়ক। কমিটির অন‍্য সদস‍্যরা হলেন- বিআইডব্লিউটিএ’র পরিচালক (নৌসংরক্ষণ) এম শাহজাহান, বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আহমেদ আলী এবং এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান। শুক্রবার (২৩ জুলাই) নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের রাইজিংবিডিকে বলেন, ‘পদ্মা সেতুতে ফেরি শাহজালাল ধাক্কা লাগার ঘটনা শোনার পর আমরা প্রকৌশলীরা পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের কাছে গিয়ে পরিদর্শন করেছি। সেতুর পিলারে তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। এসব সেতু সেভাবেই তৈরি করা হয়।’

প্রসঙ্গত, শুক্রবার (২৩ জুলাই) সকালে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের রো রো ফেরি শাহজালালের ২০ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ফেরির ইনচার্জ ইনল‍্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।