জাতীয়

১৫০০ পরিবারের মাঝে মাংস-পোলাও বিতরণ

ঈদের দিন থেকে শুরু করে শুক্রবার (২৩ জুলাই) পর্যন্ত তিন দিনে ‘পবিত্র ঈদুল আজহার মেজবানি’ কার্যক্রমের আওতায় ১ হাজার ৫০০ পরিবারের মাঝে রান্না করা কোরবানির মাংস ও পোলাও বিতরণ করেছে হেরার পথে ফাউন্ডেশন এবং ইমাম ফাউন্ডেশন।

ঈদের দিনে মানিকগঞ্জ ও ঢাকার ১২টি পয়েন্টে ১২৫টি পরিবার এবং ৩০০ জনের মাঝে পাঁচ শতাধিক প্যাকেট রান্না করা মাংস-পোলাও এবং আড়াই মণ কাঁচা মাংস বিতরণ করা হয়।

রাজধানীর বসিলাতে অটিস্টিক শিশুদের পরিবার, রায়েরবাজার এলাকায় দুটি স্থানে তৃতীয় লিঙ্গের মানুষ এবং আগারগাঁও কলোনি, শেওড়াপাড়া, আহমদ নগর, মিরপুর-১৩, কামরাঙ্গীর চর, মিরপুর-১, মিরপুর ২ এলাকায় দরিদ্র মানুষদের হাতে মাংস-পোলাওয়ের প্যাকেট তুলে দেওয়া হয়। ঈদের পরদিন ৪০০ দরিদ্র পরিবারকে মাংস-পোলাও দেওয়া হয়।

‘পবিত্র ঈদুল আজহার মেজবানি’ কার্যক্রমে ইমাম ফাউন্ডেশন ও হেরার পথে ফাউন্ডেশনকে আর্থিক সহায়তা করেছেন অনেক মানুষ।