জাতীয়

ভারত থেকে আসছে ২০০ মেট্রিক টন অক্সিজেন

ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন। আগামীকাল রোববার (২৫ জুলাই) সকালে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেসের ১০টি কন্টেইনারে করে এসব অক্সিজেন বাংলাদেশে পৌঁছাবে।

শনিবার (২৪ জুলাই) ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এ তথ্য জানিয়েছে।

ভারতের অক্সিজেন এক্সপ্রেস গত ২৪ এপ্রিল চালু হয়েছে। সকাল ৯টা ২৫ মিনিটে টাটানগরে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিক‌্যাল অক্সিজেন লোড করে ট্রেনটি বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে।

দেশটির সাউথ ইস্টার্ন রেলওয়ের তত্ত্বাবধানে ট্রেনটি বাংলাদেশের বেনাপোলে অক্সিজেন পৌঁছে দেবে। এ চালানটি বাংলাদেশের তরল মেডিক‌্যাল অক্সিজেনের মজুদ উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

এর আগে ঈদের দিন ২১ জুলাই পেট্রাপোল দিয়ে জরুরি ভিত্তিতে বাংলাদেশে প্রায় ১৮০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী ১১টি ট্যাঙ্কার পাঠানো হয়।