জাতীয়

আক্রান্ত দেড় শতাধিক, ডেঙ্গু সন্দেহে আরও ১ জনের মৃত্যু

একদিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেড়শতাধিক ছাড়িয়ে গেছে। এছাড়া ডেঙ্গু সন্দেহে আরো একজনের মৃত্যুর তথ্য আইইডিসিআরে পর্যালোনার অপেক্ষায় রয়েছে। এ নিয়ে আইইডিসিআরে ডেঙ্গু সন্দেহে চার জনের মৃত্যুর তথ্য পর্যালোচনায় রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, বুধবার সকাল ৮ টা থেকে আগের ২৪ ঘন্টায় ১৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ১৫০ জন রাজধানী ঢাকায় এবং তিনজন ঢাকার বাইরে। এনিয়ে চলতি জুলাই মাসে ১ হাজার ৭২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন।

চলতি বছর মোট ২ হাজার ৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ১ হাজার ৫২৬ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বর্তমানে ৫৬৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ঢাকায় ৫৫৭ জন এবং ঢাকার বাইরে ১১ জন রয়েছেন।