জাতীয়

‘গণপরিবহনে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না’

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘১১ জুলাই গণপরিবহন চলাচল শুরু হবে। গণপরিবহনে আসন সংখ‌্যার অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। এ নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক হয়।

অর্ধেক গণপরিবহন চালানোর বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সাজেশন (পরামর্শ) দেওয়া হয়েছে। তারা জেলা পর্যায়ে ডিসি, এসপি ও পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে ঠিক করবে—এক দিন অর্ধেক বাস চলবে, পরের দিন বাকি অর্ধেক চলবে।’

বাসের সংখ্যা কম হলে অফিস-আদালত খোলার পর যাত্রীর চাপ বাড়বে কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা প্রধানত আন্তঃজেলা পরিবহনের ক্ষেত্রে বলা হয়েছে, যাতে অন‌্য জেলা থেকে বাস কম আসে। তবে, বিষয়টি আমরা স্থানীয় প্রশাসনের ওপর ছেড়ে দিয়েছি। তারা কঠোরভাবে মনিটরিং করে ব্যবস্থা নেবে।’