জাতীয়

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ ৩০ আগস্ট পর্যন্ত বাড়ল

করোনা পরিস্থিতি বিবেচনায় ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়িয়ে ৩০ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, গতকাল সোমবার (১৬ আগস্ট) এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, ভারতীয় হাইকমিশন বাংলাদেশে নিজেদের ভিসা সেন্টারগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।

ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রথম দফায় গত ২৬ এপ্রিল দেশটির সঙ্গে সীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ করে বাংলাদেশ। পরে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সর্বশেষ ঘোষণায় ১৫ আগস্ট পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল।

এখন সপ্তাহে তিন দিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশিরা যথাযথ কাগজপত্র নিয়ে পাঁচটি স্থলবন্দর নিয়ে দেশে ফিরতে পারছেন।