জাতীয়

লবণসহিষ্ণু জাতের ধান-গম উদ্ভাবনের সুপারিশ

দক্ষিণাঞ্চলে খাদ্য উৎপাদন বাড়াতে লবণসহিষ্ণু জাতের ধান, ভুট্টা ও গম উদ্ভাবনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সংসদ ভবনে কমিটির ১৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন, মো. মোসলেম উদ্দিন, আনোয়ারুল আবেদীন খান, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা।

বৈঠকে আমন এবং আউশ ধানের উন্নত জাত উদ্ভাবনের জন্য গবেষণার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।