জাতীয়

সিআরবিতে হাসপাতাল স্থাপনের চুক্তি বাতিলের দাবি

চট্টগ্রামের সিআরবি এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) হাসপাতাল ও মেডিক‌্যাল কলেজ নির্মাণের উদ্যোগকে আত্মঘাতী হিসেবে আখ‌্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছে সেইভ ফিউচার বাংলাদেশ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি । মানববন্ধনে সংগঠনের সমন্বয়ক নয়ন সরকারসহ কয়েকজন উপস্থিত ছিলেন।

সিআরবি রক্ষার আন্দোলনকে আরও বেগবান করার উদ্দেশ্যে চার দফা দাবি নিয়ে সেইভ ফিউচার বাংলাদেশ আগামী ১৫ সেপ্টেম্বর সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে এক দিনের লংমার্চ করবে বলে মানববন্ধনে জানানো হয়েছে।

সংগঠনটির চার দাবি হলো—সিআরবিতে হাসপাতাল স্থাপনের চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। সিআরবিকে জাতীয় হেরিটেজ হিসেবে ঘোষণা করতে হবে এবং এর প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগে নিতে হবে। সিআরবিতে অবস্থিত বর্তমান রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালকে আধুনিকায়ন করে চিকিৎসাসেবার মান বাড়াতে হবে। যারা নতুন হাসপাতাল ও মেডিক‌্যাল কলেজ নির্মাণের আত্মবিধ্বংসী উদ্যোগের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে।