জাতীয়

সরকার মুনিয়ার অপমৃত‌্যুর ঘটনায় জড়িতদের আড়াল করতে চায়: এমপি হারুন

সরকার মোসারাত জাহান মুনিয়ার অপমৃত‌্যুর ঘটনায় জড়িতদের আড়াল করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তৃতাকালে এ অভিযোগ করেন তিনি।

বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশ শুরু হয়।

মুনিয়া অপমৃত‌্যুর মামলায় মূল তদন্ত প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করে হারুনুর রশীদ বলেছেন, ‘কয়েক মাস আগে মুনিয়ার বোন নুসরাত জাহান আত্মহত‌্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করেছেন। পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে। গণমাধ্যমে বসুন্ধরার এমডির সঙ্গে ফোনালাপ ও তাকে নিয়ে ছবি প্রকাশিত হয়েছে। এ মামলার তদন্তভার র‌্যাবকে দেওয়া হবে কি না? যদি না দেওয়া হয়, আমি মনে করব, এ সমস্ত অপরাধে যারা জড়িত সরকার তাদের চিহ্নিত করতে চায় না, আড়াল করতে চায়।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে সরকারের অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার। যারা এই বিষয়গুলোর সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা দরকার।’