জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, রাস্তায় যাত্রীদের চাপ

করোনাভাইরাস সংক্রমণ কিছুটা কমে আসায় প্রথম ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সর্ব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে খুলে গেছে।  আর তাই সকাল থেকেই রাজধানীর অধিকাংশ সড়কে কিছুটা জ্যাম বেড়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুর ১, ২, ১০ নম্বর, শ্যামলী, আগারগাঁও এলাকা ঘুরে দেখা গেছে, স্কুল কলেজ খোলায় সকাল থেকেই রাস্তায় মানুষের চাপ বেড়েছে।  বাসেও যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। 

মিরপুর-১ নম্বর এলাকার স্কুল ছাত্র মানিক হোসেন বলেন, অনেকদিন পরে আজ স্কুল খুলেছে।  খুব আনন্দ লাগছে কারণ অনেকদিন পরে স্কুলের সব স্যার ও বন্ধুদের সাথে দেখা হবে।  তাই আজ সকালেই সকাল বের হয়েছি যেন তাড়াতাড়ি স্কুলে যেতে পারি।  কিন্তু রাস্তায় মানুষের চাপ থাকায় বাসে উঠতে পারছিনা। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি।  যে বাস আসছে সেই বাসই পরিপূর্ণ৷ 

প্রজাপতি পরিবহনের ড্রাইভার হাকিম বলেন, অন্যান্য দিনের তুলনায় আজ যাত্রী অনেক বেশি।  স্কুল খুলে দেওয়ায় যাত্রী সংখ্যা বেশি।  আবার রাস্তায় ব্যক্তিগত পরিবহন বেশি থাকায় কিছু কিছু জায়গায় জ্যামের মধ্যে পড়তে হচ্ছে। 

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের আগমন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাজসাজ রব বিরাজ করছে।  বিশেষ করে দুই শিফটের স্কুলগুলোতে সকাল ৮টার আগেই শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস পরে অভিভাবকের হাত ধরে উপস্থিত হতে দেখা গেছে।