জাতীয়

অনার্স-মাস্টার্সের পরীক্ষা শেষে বাকি শিক্ষার্থীদের হলে তুলবো: প্রক্টর

আগামী ৫ই অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ এবং মাস্টার্স শিক্ষার্থীদের আবাসিক হল এবং ২৬ই সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় লাইব্রেরি খুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটিতে এটি অনুমোদন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ৫ অক্টোবর সকাল ৮টা থেকে অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা নিজ নিজ হলে উঠতে পারবেন। তবে হলে উঠার জন্য তাদেরকে অন্তত এক ডোজ টিকার কার্ড প্রদর্শন করতে হবে।

অন্য বর্ষের শিক্ষার্থীদের বিষয়ে অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, আমরা প্রথমে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষা কার্যক্রম শেষ করবো। পরীক্ষা শেষে তাদেরকে হল ছাড়তে বলা হবে। তারা হল ছাড়লে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের আমরা হলে তুলতে পারবো।