জাতীয়

ইউপি নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ

প্রথম ধাপের দ্বিতীয় পর্বে ১৬০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

গতকাল (২০ সেপ্টেম্বর) দেশের ১৬০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে। মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করেছেন ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান। প্রতিবেদনে বলা হয়েছে, ১৬০টি ইউনিয়নে মোট ভোটার ২০ লাখ ৯৩ হাজার ১১৭ জন। ভোট দিয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৩০০ জন। ভোট পড়ার হার ৬৯ দশমিক ৩৪ শতাংশ।

এদিকে, আটটি ইউনিয়নে ভোট নেওয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এতে ভোট পড়েছে ৬৯ দশমিক ৭৮ শতাংশ। এই আটটি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৭৯ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ১৩ হাজার ৭২৫ জন।

সবচেয়ে বেশি ভোট পড়েছে খুলনার দাকোপ ইউনিয়নে। এ ইউনিয়নে ৬ হাজার ৩৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫ হাজার ৩৫০ জন। ভোট পড়ার হার ৮৪ দশমিক ৪৮ শতাংশ। এ ইউপিতে জয় পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী বিনয় কৃষ্ণ রায়।

সবচেয়ে কম ভোট পড়েছে চট্টগ্রামের মুছাপুর ইউনিয়নে। এখানে ৩১ হাজার ৪০১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৩ হাজার ৭৪০ জন। ভোট পড়েছে ৪৩ দশমিক ৭৬ শতাংশ। জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. আবুল খায়ের।

১৬০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪৪টিতে চেয়ারম্যান পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।