জাতীয়

লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চলবে টিকা ক্যাম্পেইন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে আগামীকাল সকাল ৯টায়। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পেইন চলবে। তবে, এ ক্যাম্পেইনে টিকা পাবেন না স্তন‌্যদানকারী ও গর্ভবতী নারীরা।

সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এ ক্যাম্পেইনে আমরা শুধু প্রথম ডোজের টিকা দেবো। একইভাবে আগামী মাসের একই তারিখে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। আমরা টিকা দেওয়া শুরু করব সকাল ৯টায়। লক্ষ‌্যে না পৌঁছানো পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে টিকা দেওয়া অব্যাহত থাকবে। শেষ টিকা দেওয়ার পর আমাদের টিম কেন্দ্রে ১ ঘণ্টা অপেক্ষা করবে। স্থানীয় ব্যবস্থাপনায় ক্যাম্পেইনের সময় পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে। ঝড়-বৃষ্টি, স্থানীয় সুবিধা-অসুবিধা এগুলো মাথায় রেখে তারা করতে পারবেন।’

খুরশীদ আলম বলেন, ‘২৫ বছর বা বেশি বয়সীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দিয়ে টিকা দেবো। বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও নারীদের অগ্রাধিকার বিবেচনায় রাখব। তবে, স্তন‌্যদানকারী ও গর্ভবতী নারীদের এ টিকা ক্যাম্পেইনের আওতায় আনব না।’

তিনি বলেন, ‘টিকা নিতে জাতীয় পরিচয়পত্র এবং টিকা কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। কেন্দ্রে বয়স্ক ব্যক্তিদের বসার ব্যবস্থা করতে হবে। টিকা নেওয়ার পর কেন্দ্রে কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, সারা দেশে উপজেলা পর্যায়ের প্রতিটি ইউনিয়নের একটি করে ওয়ার্ডে বুথ থাকবে। পৌরসভায় একটি ওয়ার্ডের একটি কেন্দ্রে একটি বুথ এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে তিনটি বুথ থাকবে। সারা দেশে আগে থেকে যেসব কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা ছিল, সেগুলোতে টিকাদান অব্যাহত থাকবে। কেন্দ্রগুলোতে নারীদের জন্য পর্দাঘেরা আলাদা টিকার জায়গার ব্যবস্থা করা হবে।

কাল এক দিনে ৮০ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিশেষ ক্যাম্পেইনের অধীনে ৭৫ লাখ এবং চলমান কর্মসূচির আওতায় ৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে।