জাতীয়

নতুন গ্রন্থ ‘ছায়া এসে পড়ে’ প্রকাশিত

প্রকাশিত হয়েছে ধ্রুব নীলের নতুন গ্রন্থ ‘ছায়া এসে পড়ে’ প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে প্রসিদ্ধ পাবলিশার্স। বইটির দাম ১৫০ টাকা।

তৈয়ব আখন্দ নিজেকে গুটিয়ে নিতে চায়। অতীত ও প্রকৃতির মাঝে নতুন করে খুঁজে নিতে চায় প্রেম ও বিষণ্নতা। স্ত্রী ও কন্যাকে ছেড়ে আসার বিষয়টা চূড়ান্ত হতেই সঙ্গোপনে হাতড়ে বেড়ায় নিজেকে। খুঁজে বেড়ায় সমাধান করার মতো রহস্য।

গ্রামে এসে জড়িয়ে পড়ে রহস্যমানবী লাবনীর সঙ্গে।  আলগোছে গা ঝাড়া দিয়ে দূর করতে চায় যাবতীয় কূটচালে। এক পর্যায়ে লোকমান আলীর লাশটাও হয়ে যায় গল্পের চরিত্র।

বইয়ের চরিত্রগুলো ধোঁয়াটে।  তবে এমন ধোঁয়াশাই যেন মানিয়ে গেছে প্রত্যেকের সঙ্গে।  আমেজ আছে থ্রিলারেরও। ঘোর লাগানো জোছনার সঙ্গে লাশের সমীকরণ এনে দেয় ভিন্ন মাত্রা। সেই সঙ্গে সম্পর্কের আড়ালে থাকা বিষন্নতাও এ নভেলার পরতে পরতে। ঝরঝরে বাক্যে লেখা ধ্রুব নীলের ‘ছায়া এসে পড়ে’তে আছে মাপা হিউমার। নেই দীর্ঘ বর্ণনার বালাই। ধ্রুব এষের চমৎকার প্রচ্ছদেই যেন গল্পের অনেকখানি বলা হয়ে গেছে।

প্রকাশক প্রদীপ রায় জানান, পাঠককে একটি জমাটি গল্প উপহার দিতেই বইটি লিখেছেন ধ্রুব নীল। এক বসায় পড়ে ফেলার মতো গল্প এটি।