জাতীয়

‘পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে’ 

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্দিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে বনানীর পূজামণ্ডপ নিরাপত্তা ব‌্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

র‌্যাব প্রধান বলেন, ‘পূজা উপলক্ষে ৫ অক্টোবর থেকে সারাদেশে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসব শুরু হয়েছে।  এদিন থেকে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। প্রতিটি মণ্ডপের আশেপাশে সাদা পোশাকে র‌্যাব সদস্যরা মনিটরিং করছেন।  টহল, ফুট পেট্রোল পার্টি, স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক নিরাপত্তার কাজ করে যাচ্ছে। মাদক বা অপ্রীতিকর কোনো কিছু এসব স্থানে আছে কিনা তা র‌্যাবরে প্রশিক্ষিত ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হচ্ছে। এছাড়া, নাশকতা বা বিশৃঙ্খলারোধে  বোম ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। আছে  আকাশপথে হেলিকপ্টারেরও প্রস্তুতি।’

বনানীর ২৭ নম্বর রোডে স্থাপিত পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি আরও বলেন, ‘আগামী ১৬ অক্টোবর পর্যন্ত এ নিরাপত্তা ব‌্যবস্থা অব্যাহত থাকবে। এছাড়া, র‌্যাব সদরদপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখানে সার্বক্ষণিক একজন কর্মকর্তা নিয়োজিত আছেন। যেখানে ০১৭৭৭৭২০০২৯ নম্বরে যোগাযোগ করে যে কেউ তথ্য জানাতে পারবেন। প্রতিটি পূজামণ্ডপে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এসব ক্যামেরাও মনিটরিং করা হচ্ছে।’

এ সময় তিনি বলেন, ‘করোনাভাইরাস এখন নিয়ন্ত্রণে আছে। তারপরও আমাদের স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। এজন্য মণ্ডপে আসার সময় অবশ্যই মুখে মাক্স ব্যবহার করতে হবে। সাবান দিয়ে হাত ধুতে হবে। এছাড়া, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।’