জাতীয়

প্রতিমা বিসর্জন শুরু বিকেল ৪টায়

রাজধানীসহ সারাদেশে চলছে বিজয়া দশমীর উৎসব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ (শুক্রবার) শেষ হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব।

এদিন বিকেল ৪টা থেকে শুরু হবে প্রতিমা বিসর্জন। কিন্তু করোনাভাইরাসের কারণে গতবারের মতো এবারও বিজয়া দশমীতে কোনও শোভাযাত্রা হচ্ছে না।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি জানান, করোনা থেকে মুক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতিসহ সব মঙ্গল গ্রহণ ও অশুভকে বিসর্জনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন করা হবে।

এর আগে শুক্রবার (১৫ অক্টোবর) সকালে দশমী পূজার মাধ্যমে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা।

উল্লেখ্য, চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে গত ১১ অক্টোবর থেকে সারাদেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়। পাঁচ দিনব্যাপী পূজা-অর্চনার মধ্যদিয়ে দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সনাতন ধর্মাবলম্বীরা।