জাতীয়

মেয়াদ শেষে ছাড়তে হবে জেলা পরিষদ চেয়ারম্যান পদ 

মেয়াদ শেষ হলেই জেলা পরিষদ চেয়ারম্যানদের পদ ছেড়ে দিতে হবে এমন বিধান রেখে ‘জেলা পরিষদ (সংশোধন) আইন ২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

সোমবার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ আইনের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এতথ্য জানান।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘জেলা পরিষদ চেয়ারম্যানদের মেয়ার ৫ বছর। মেয়াদ শেষে নির্বাচন না হলে পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়ার বিধান রাখা হচ্ছে সংশোধিত আইনে।’

মন্ত্রিসভা বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘সংশোধিত আইন অনুযায়ী উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়ররা জেলা পরিষদের সদস্য হবেন। পৌরসভার মেয়রও সদস্য হবেন। ইউএনও ও স্থানীয় সরকারের প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন।’

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।