জাতীয়

কুড়িল বিশ্বরোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে কুড়িল বিশ্বরোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

বুধবার (২৪ নভেম্বর) গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আসাদুজ্জামান রাইজিংবিডিকে বলেন, কুড়িল বিশ্বরোড এলাকায় দুপুর ১২টার পর একটি পোশাক কারখানার বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। মালিকপক্ষ ও বিজিএমইএ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িল বিশ্বরোডের দুই পাশে শত শত কারখানার শ্রমিক বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দিতে থাকেন বিভিন্ন স্লোগান। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।