জাতীয়

রামপুরায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসচাপায় মাঈন উদ্দিন নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেয়- ‘উই ওয়ান্ট জাস্টিস’। নিরাপদ সড়কের দাবি লেখা বিভিন্ন প্ল্যাকার্ড রয়েছে তাদের হাতে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে ওই বিক্ষোভ শুরু হয়। এখনো শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। ঢাকা ন্যাশনাল কলেজের একদল শিক্ষার্থী সকালে রামপুরা ব্রিজে এসে অবস্থান নেয়। পরে তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, সোমবার (২৯ নভেম্বর) শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদ করছে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাসচাপায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীরা রামপুরা সড়ক অবরোধ করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। 

পড়ুন: রামপুরায় শিক্ষার্থী নিহত, বাসের হেলপার গ্রেপ্তার