জাতীয়

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ

আজ শনিবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। সকাল ১১টা ২৯ মিনিট ২৪ সেকেন্ডে এই গ্রহণ শুরু হবে।

গতকাল শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয়ভাবে গ্রহণ শুরু হবে দুপুর ১টা ০২ মিনিট ৫৪ সেকেন্ডে, সর্বোচ্চ গ্রহণ হবে দুপুর ১টা ৩৩ মিনিট ৩০ সেকেন্ডে, কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে দুপুর ২টা ০৩ মিনিট ৪৮ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে বিকেল ৩টা ৩৭ মিনিট ২৪ সেকেন্ডে। 

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। ফ্রান্স, নামিবিয়াসহ বিশ্বের আরো কয়েকটি জায়গা ও সমুদ্র উপকূল থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে।