জাতীয়

৯ দফা দাবিতে প্রতীকী লাশ নিয়ে মিছিল করবেন শিক্ষার্থীরা

নিরাপদ সড়ক ও বাসচাপায় দুই শিক্ষার্থীকে ‘হত্যার’ বিচারসহ ৯ দফা দাবিতে প্রতীকী লাশ নিয়ে মিছিলের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (৪ ডিসেম্বর) রামপুরা ব্রিজের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন এবারের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী মহিদুল হাসান দাউদ। তিনি বলেন, ‘রোববার দুপুর ১২টা থেকে শাহবাগ থেকে আমরা প্রতীকী লাশের মিছিল বের করবো।’ এতে সব শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিতের আহ্বান জানান তিনি।

এসময় তিনি দাবিগুলো তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে— ১. বেপরোয়া গতিতে গাড়ি চালানো ড্রাইভারকে ফাঁসি দিতে হবে এবং এই বিধান সংবিধানে সংযোজন করতে হবে। ২. নৌপরিবহন মন্ত্রীর গতকালের বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ৩. ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবেন না। ৪. বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। ৫. শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভারব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৬. প্রত্যেক সড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিডব্রেকার দিতে হবে। ৭. সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে। ৮. শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে থামিয়ে তাদের নিতে হবে। ৯. শুধু ঢাকা নয়, সারাদেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে।

এদিকে, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আরেকটি অংশ আন্দোলন করছেন। তারা ১১ দফা দাবিতে আন্দোলন করছেন। এবং আজ দুপুরে সড়কে দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন।