জাতীয়

স্মৃতিসৌধের ছবি তুলে সেরা আলোকচিত্রীর পুরস্কার পেলেন সৈয়দ রাজীব

জাতীয় স্মৃতিসৌধের ছবি তুলে সেরা আলোকচিত্রীর পুরস্কার পেলেন সৈয়দ হোসনি মোবারক। তিনি সবার কাছে সৈয়দ রাজীব নামে পরিচিত। জাতীয় স্মৃতিসৌধের হৃদয়গ্রাহী একটি ছবির জন্য সৈয়দ রাজীবকে ওই পুরস্কার দেয় সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র।

জানা গেছে, বাংলাদেশের স্বাধীনতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ ছবি প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। যার থিম ছিলো ‘আলোকচিত্রীর চোখে ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান এবং ঐতিহাসিক স্থাপনাসমূহ’। এতে ৯টি ক্যাটাগরিতে রাজীবসহ আট জন আলোকচিত্রীকে পুরস্কৃত করে গণস্বাস্থ্য কেন্দ্র। 

সৈয়দ রাজীবের তোলা জাতীয় স্মৃতিসৌধের ছবিটি

গত ১১ ডিসেম্বর গণস্বাস্থ্য কেন্দ্র সাভার ক্যাম্পাসের ‘বঙ্গবন্ধু চত্বরে’ আয়োজিত এক অনুষ্ঠানে রাজীবসহ বিজয়ী আলোকচিত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে তারা প্রত্যেকে ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছেন। অনুষ্ঠানে বিজয়ী ছবিগুলো নিয়ে সপ্তাহব্যাপী একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

সৈয়দ রাজীব একজন পেশাদার আলোকচিত্রী। পেশাগত জীবনে তিনি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অফিশিয়াল ফটোগ্রাফার। তার তোলা ছবি বিভিন্ন প্রদর্শনীতে স্থান পেয়েছে। যা চিত্রানুরাগীদের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছে। রাজীব হয়েছেন পুরস্কৃত।

সৈয়দ রাজীব জানান, তিনি ২০১০ সালের ১৭ ডিসেম্বর খুব ভোরে জাতীয় স্মৃতিসৌধের ছবিটি তুলেছিলেন। 

তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এ স্থাপনাটির ছবির জন্য পুরস্কার পাওয়ায় খুব ভালো লাগছে। এটি আমার জীবনের অন্যতম একটি সেরা অর্জন।’