জাতীয়

দুই উপজেলায় ভোট ২৭ জানুয়ারি

মাদারীপুর ও সুনামগঞ্জের দুটি উপজেলায় উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৭ জানুয়ারি। 

মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। 

ইসি আদেশে জানায়, মাদারীপুর জেলার রাজৈর ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় ভোট হবে ২৭ জানুয়ারি। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনী প্রচারণা, ভোটগ্রহণ ও নির্বাচনী অন্যান্য কার্যক্রম গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, এ দুই উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৬ জানুয়ারি, আপিল দাখিলের শেষ সময় ৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তির শেষ তারিখ ১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি এবং ভোটগ্রহণ ২৭ জানুয়ারি।