জাতীয়

মেয়র তাপস ও তার স্ত্রী’র রোগমুক্তি চেয়ে দোয়া

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর রোগ মুক্তির জন্য মসজিদে মসজিদে দোয়া চাওয়া হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলামের তত্বাবধানে দোয়ার আয়োজন করা হয়।

তিনি জানান, ১৩ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস করোনা টেস্ট রিপোর্টে পজেটিভ হয় এবং তার স্ত্রী আফরিন তাপস শিউলী গত ৯ জানুয়ারি করোনায় আক্রান্ত হন। মেয়র তাপস ও তার স্ত্রী’র রোগমুক্তি কামনা করে পবিত্র জুম্মায় দোয়া প্রার্থনা করা হয়েছে।

মোস্তফা আশীষ ইসলাম বলেন, ‘সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধের মামলার পক্ষে আইনজীবী হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মামলা পরিচালনা করেন। একই সময়ে তিনি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমার পিতা অধ্যাপক রফিকুল ইসলাম-এর মামলাও পরিচালনা করেন। কৃতজ্ঞতা থেকে মেয়র ও তার স্ত্রী’র জন্য মসজিদে মসজিদে রোগমুক্তি চেয়ে দোয়া করেছি।’