জাতীয়

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই-এর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

সৌদি আরবের রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বুধবার (১৯ জানুয়ারি) এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মরহুম আব্দুল হাই অত্যন্ত উদ্যোগী ও প্রাণবন্ত মানুষ ছিলেন।’ 

মুক্তিযুদ্ধে তার বীরত্ব, স্বাধীনতা পরবর্তীকালে দেশ গঠনে ভূমিকা এবং সৌদি আরবে থাকাকালীন মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে তার নিজস্ব উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমের কথা ড. মোমেন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফেনী জেলার কৃতি সন্তান আব্দুল হাই-এর আকস্মিক মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ সমাজসেবককে হারালো। দেশের সাধারণ মানুষ এবং সৌদি প্রবাসীদের কল্যাণে তার অবদানের কথা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।