জাতীয়

বিএসএমএমইউ’র ১৪ তলায় আগুন নিয়ন্ত্রণে

প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) ১৪ তলার ডি-ব্লকের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন রাইজিংবিডিকে বলেন, আগুন লাগার সংবাদ ফায়ার সার্ভিস পেয়েছে ৬টা ২১ মিনিটে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সদর দপ্তর থেকে ৩টি এবং পলাশী থেকে ২টি ইউনিটসহ মোট ৫টি ইউনিট অগ্নি নির্বাপণের জন্য পাঠানো হয়েছে। তবে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা আগুনের সূত্রপাত তদন্তপূর্বক জানানো হবে বলে জানান তিনি।