জাতীয়

নারী কেলেঙ্কারি: ফিরিয়ে আনা হলো কলকাতার উপদূতাবাস কর্মকর্তাকে

কলকাতায় দায়িত্ব পালনরত উপদূতাবাসের প্রথম সচিব সানিউল কাদেরকে জরুরিভিত্তিতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অবিলম্বে তাকে দায়িত্ব ত্যাগ করে দেশে চলে আসতে বলা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সানিউল হকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। তার সাথে কলকাতার আলিশা মাহমুদ নামে এক নারীর ভিডিও চ্যাট ও হোয়াটসঅ্যাপের আলাপ ফাঁস হয়েছে। বিষয়টি নজরে আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২৪ ঘন্টার মধ্যে তাকে ঢাকায় ফিরে আসতে বলা হয়। সে অনুযায়ী বুধবার তিনি ঢাকায় ফিরেছেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক আদেশে তাকে ঢাকায় ফিরতে বলা হয়।

এছাড়া মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মাদ সানিউল কাদেরকে ঢাকার সদর দপ্তরে বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবিলম্বে তাকে কলকাতার দায়িত্ব ত্যাগ করে ঢাকায় প্রত্যাবর্তনের অনুরোধ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, তিনি এবং তার পরিবার ভ্রমণ ও অন্যান্য ভাতা বিধি অনুযায়ী প্রাপ্য হবেন।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে তিনি ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন বলে জানা গেছে।